দমদম বিমানবন্দরে আত্মঘাতী বছর কুড়ির মহিলা কনস্টেবল

দমদম বিমানবন্দরে আত্মঘাতী CISF-এর এক মহিলা কনস্টেবল। গতকাল গভীর রাতের ঘটনা। সেসময় টারম্যাকের সিকিউরিটি রুমে ছিলেন কনস্টেবল লক্ষ্মী বিশ্বাস। আচমকা নিজের সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি করেন বছর কুড়ির ওই মহিলা কনস্টেবল। হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। মৃত কনস্টেবলের স্বামীও দমদম বিমানবন্দরে কর্মরত CISF কর্মী। তাঁরা দুজনে  আগরতলার বাসিন্দা। কী কারণে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস। 

Updated By: Oct 13, 2016, 01:23 PM IST
দমদম বিমানবন্দরে আত্মঘাতী বছর কুড়ির মহিলা কনস্টেবল

ওয়েব ডেস্ক: দমদম বিমানবন্দরে আত্মঘাতী CISF-এর এক মহিলা কনস্টেবল। গতকাল গভীর রাতের ঘটনা। সেসময় টারম্যাকের সিকিউরিটি রুমে ছিলেন কনস্টেবল লক্ষ্মী বিশ্বাস। আচমকা নিজের সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি করেন বছর কুড়ির ওই মহিলা কনস্টেবল। হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। মৃত কনস্টেবলের স্বামীও দমদম বিমানবন্দরে কর্মরত CISF কর্মী। তাঁরা দুজনে  আগরতলার বাসিন্দা। কী কারণে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন- বিশ্বের ১৩০টি বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড জেনে নিন

আরও পড়ুন- পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ, জানালেন গবেষকরা

.