শহরের রং নীল-সাদা
গোলাপী শহর জয়পুর, কিংবা নীল শহর যোধপুরের মতো কলকাতা সেজে উঠছে গাঢ় নীল ও সাদা রঙে। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে পুরো দমে। উত্তর থেকে দক্ষিণ। পূর্ব থেকে পশ্চিম। নীল-সাদা হয়ে উঠছে শহর।
গোলাপী শহর মানেই জয়পুর। কিংবা নীল রং বলতে চোখের সামনে ভেসে ওঠে দূর্গের শহর যোধপুর। কিন্তু কলকাতা তিলোত্তমার কোনও নির্দিষ্ট রং নেই।
গড়ের মাঠ, ঘোড়ার গাড়ি, টানা রিক্সা, ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই সব নিয়েই একটা নিজস্ব পরিচয় বহন করে এই শহর। তবে গোলাপী শহর জয়পুর, কিংবা নীল শহর যোধপুরের মতো কলকাতাও এবার সেজে উঠছে গাঢ় নীল ও সাদা রঙে। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে পুরো দমে। উত্তর থেকে দক্ষিণ। পূর্ব থেকে পশ্চিম। নীল-সাদা হয়ে উঠছে শহর। রেলিং থেকে শুরু করে উড়ালপুল, পার্ক। নীল এবং সাদা রঙের প্রলেপ পড়ছে সর্বত্র।