Mamata Banerjee: কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে এবার ইফতারে মমতা!
এদিকে প্রতিবছর রোজার সময়ে পার্ক সার্কাস ইফতার অনুষ্ঠানে আয়োজন করা হয়। ব্যতিক্রম ঘটেনি এবার। এদিন কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। যান অবশ্য প্রতিবারই।
![Mamata Banerjee: কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে এবার ইফতারে মমতা! Mamata Banerjee: কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে এবার ইফতারে মমতা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/28/466692-amam.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চোট সারে এখনও। কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে এবার ইফতার অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী! সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, উত্তর ও দক্ষিণ কলকাতার দুই বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়, তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'এই মুখ্যমন্ত্রী মদশ্রী', যাদবপুরে ভোটের প্রচারে মমতাকে নিশানা শুভেন্দুর!
ঘটনাটি ঠিক কী? মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। কপাল ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে! তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে এমনই ছবি প্রকাশ করা হয়েছিল। কবে? ১৪ মার্চ, বৃহস্পতিবার রাতে।
তৃণমূল সূত্রে খবর, সেদিন নিজের বাড়িতেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। তখনই পড়ে যান কোনওভাবে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসার পর, রাতেই কালীঘাটের বাড়িতে ফেরেন মমতা। বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু গার্ডেনরিচে যখন বহুতল ভেঙে পড়ে, তখন মাথা ব্য়ান্ডেজ নিয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন নবান্ন থেকে প্রশাসনিক কাজকর্মও সামলাচ্ছেন।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: জোটে জট? 'সিপিএম এখনও লেজে খেলাচ্ছে', কংগ্রেস কর্মীদের বার্তা জেলা সভাপতির!
এদিকে প্রতিবছর রোজার সময়ে পার্ক সার্কাস ইফতার অনুষ্ঠানে আয়োজন করা হয়। ব্যতিক্রম ঘটেনি এবার। এদিন কপালে স্টিকিং প্লাস্টার লাগিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। যান অবশ্য প্রতিবারই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)