Kolkata Bookfair। Mamata Banerjee: 'কলকাতা বইমেলা দেশের সেরা', উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী!

Kolkata Bookfair। Mamata Banerjee: শুরু হয়ে গেল কলকাতা বইমেলা। এবছর বইমেলার থিম জার্মানি। মেলা চলবে ৯ ফ্রেরুয়ারি পর্যন্ত। 

Updated By: Jan 28, 2025, 05:57 PM IST
 Kolkata Bookfair। Mamata Banerjee: 'কলকাতা বইমেলা দেশের সেরা', উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  'বই ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গ্রাইড'। ৪৮ তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, আমি মনে করি বইমেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ে উত্‍সারিত এক সরণী'।

আরও পড়ুন:Kolkata Bookfair: হন্যে হয়ে খুঁজতে হবে না স্টল, বইমেলার অ্যাপ নামালেই কেল্লাফতে...

শুরু হয়ে গেল কলকাতা বইমেলা। প্রতিবারের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার। এবছর বইমেলার থিম জার্মানি। মেলা চলবে ৯ ফ্রেরুয়ারি পর্যন্ত। 

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,  'ফ্রাঙ্কফুট বইমেলা খুবই জনপ্রিয়। আমি ফ্রাঙ্কফুট, মিউনিক গিয়েছিলাম। অন্যন্য় শহরেও গিয়েছিলাম। আমি খুব ভালো করেই জানি। তবে আমাদের দেশে কলকাতা আন্তর্জাতির বইমেলা অন্যতম সেরা বইমেলা। জার্মানির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের বসুর গভীর যোগাযোগ ছিল।  তাঁর মেয়ে অনিতা জার্মানিতে থাকে। আমি দেখা করেছিলাম। নেতাজিকে স্যালুট করি'।

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমরা বই, বইমেলাকে বলি, বইবৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে। বৃক্ষ কথা বলতে পারে না। শুনতে পায়, দেখতে পায়। বই কিন্তু কথা বলে, বই কিন্তু দেখতে পায়। আজও যতই ডিজিটাল আসুক, বইয়ের কথা কেউ ভুলতে পারি না। যেবাড়িতে বই সাজানো থাকে না, কী কী রকম একটা লাগে। বই ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গ্রাইড। বই আমাদের প্রেরণা, আমাদের আশা, আমাদের দিশা। সারা পৃথিবীর হোক, দেশ হোক, রাজ্য় হোক, সমস্ত নথি বই থেকে পাই। তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি'।

আরও পড়ুন:  Governor CV Ananda Bose: বদলাচ্ছে সমীকরণ? রাজ্যপালের ভাষণেই এবার শুরু বাজেট অধিবেশন!

আগামিকাল বুধবার থেকে বইমেলার যেতে পারবেন সাধারণ মানুষ। ৯ ফ্রেরুয়ারি পর্যন্ত প্রতিদিন  বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশের জন্য মোট ৯  টি প্রবেশ পথ। মেলায় মোট স্টল ৬৫৫। মেলায় দৈনিক পুলিশ কর্মী দেড় হাজার। মেলায় ৩ প্রান্তে ৩ টি ওয়াচ টাওয়ার। দমকলের গাড়ি ছাড়াও দুটি ফায়ার কমব্যাট বাইক। লিটল ম্যাগাজিনের জন্য ৩০০০ বর্গ ফুট প্যাভিলিয়ন বরাদ্দ।  বইমেলা উপলক্ষ্যে শহরে ২০ রুটে চলবে স্পেশাল বাস। কখন? রোজ বেলা ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.