BGBS | Mamata Banerjee: ''এবার সম্মেলন হবে নজরকাড়া, থাকবেন ৪০ দেশের ২ হাজার প্রতিনিধি'!
BGBS | Mamata Banerjee: এবছর ফ্রেরুয়ারিতেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামীকাল, বুধবার সম্মেলনে শুরুর আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'চল্লিশটা দেশ আছে, তার মধ্যে ২০ টা হল পার্টনার কান্ট্রি। চল্লিশটা দেশের প্রায় দু'হাজার বিদেশি প্রতিনিধি আসছে। অভিনব অনুষ্ঠান। আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি'।
লক্ষ্য, বিনিয়োগ। রাজ্য পালাবদলের পর, প্রতিবছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে সরকার। গত বছর অবশ্য লোকসভা ভোটের কারণে শেষ মুহূর্তে সম্মেলনে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবছর আগামীকাল, বুধবার ৫ ফ্রেরুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য় সম্মেলনে। আজ, মঙ্গলবার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অন্যতম প্রধান অতিথি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সোমবার ভারতের সফরে চলে এসেছেন তিনি। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কুম্ভস্নানের পর কী কলকাতায় আসবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত এটা ঠিক আছে। আমি জানি না, দিল্লির কিছু সমস্য়া আছে কিনা। আমাকে তো অক্টোবরেই কনফার্ম (নিশ্চিত) করেছিলেন আসবেন। এখনও পর্যন্ত তো জানি, কাল সকালে আসবে। কিন্তু খবর পাচ্ছি, দিল্লিতে কিছু একটা হচ্ছে। জানি না'।
দিল্লি কি ভুটানে রাজাকে বাংলায় আসতে বাধা দিতে পারে? মুখ্যমন্ত্রীর জবাব, 'এখন কিছু বলব না, আমি জানি না। যতক্ষণ না প্রত্যাখান না আসবে, ততক্ষণ কিছু বলব না'। জানান, 'মুকেশ আম্বানিও আসবে। আমাদের এখানে সব ক্যাপ্টেন অফ দ্য ইন্ড্রাস্টিজ, তাঁরা সকলেই আসছে। সকলেই থাকবে, যাঁরা প্রতিবছর থাকে। তাছাড়া আরও অনেকে আসে'।
আরও পড়ুন: Children Rescue: '৯ টার সময় বলল, একটু দেখবেন আসছি...', রাত পার করে CGO-র সামনে থেকে উদ্ধার দুই শিশু!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)