Mamata On Durga Puja: 'আমাদের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, অন্য কারও অবদান নেই', কেন্দ্রকে খোঁচা মমতার

দুর্গাপুজো নিয়ে শুক্রবার ভিক্টোরিয়ায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

Updated By: May 5, 2022, 06:45 PM IST
Mamata On Durga Puja: 'আমাদের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, অন্য কারও অবদান  নেই', কেন্দ্রকে খোঁচা মমতার

নিজস্ব প্রতিবেদন: ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই স্বীকৃতী নিয়েও এবার কেন্দ্র-রাজ্য টানাপোড়েন তুঙ্গে। স্বীকৃতি উদযাপনের যখন তোড়জোড় করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, তখন সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

কী বললেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে তিনি বলেন, "আজকে দশ বছর ধরে দুর্গাপুজোকে প্রমোট করতে করতে, ইউনেস্কো এই পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। এতে অন্য কারও কোনও অবদান  নেই। অবদান রয়েছে ক্লাবগুলোর, পুজো কমিটিগুলোর, কোটি কোটি মানুষের। বাংলাকে এত দুর্বল ভাবার কোনও কারণ নেই।"

'দুর্গাপুজো' নিয়ে কেন্দ্রের অনুষ্ঠান

'দুর্গাপুজো' ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তালিকায় স্থান পাওয়ায়, শুক্রবার ভিক্টোরিয়ায় তা উদযাপন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। যেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। তবে সেই অনুষ্ঠানে রাজ্যের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি। 

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের সেই অনুষ্ঠানের আগে দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে চড়া সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) গলায়। সরাসরি মুখ্যমন্ত্রী বোঝাতে চাইলেন, স্বীকৃতির আসল 'হকদার' পশ্চিমবঙ্গ সরকার। নাম না করে হয়ত কেন্দ্রকেই খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.