‘Alapan-কে ছাড়ছে না রাজ্য, নির্দেশ প্রত্যাহার করুক কেন্দ্র’, Modi-কে চিঠি Mamata-র
চিঠিতে কলাইকুণ্ডার ঘটনা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে না রাজ্য। এই মর্মে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে মুখ্যসচিবকে ঘিরে যে টানাপোড়েন চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে চিঠিতে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষে প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রত্যাহার করুক কেন্দ্র।‘
সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্ষোভপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ না করে, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হল? এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই ধরনের ঘটনা নজিরবিহীন বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গোটা ঘটনায় তিনি অত্যন্ত হতবাক এবং মর্মাহত। চিঠিতে মুখ্যমন্ত্রী কলাইকুণ্ডার ঘটনার কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই কোভিড পরিস্থিতিতে রাজ্যের যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন মুখ্যসচিব সেই বিষয়টিও উল্লেখ করেছেন। তুলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজের কথাও। কার্যত নরমেগরমে লেখা এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, কোনও মতেই মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য। বরং নির্দেশ প্রত্যাহার করুক কেন্দ্র।
আরও পড়ুন: নারদ মামলা কি অন্যত্র সরবে? হাইকোর্টে শুনানি আজ
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি, ফের অসুস্থ, সন্ধ্যায় তিয়াশাকে নিয়ে বেলঘরিয়ায়- মদনের দিননামচা
প্রসঙ্গত, আজ, ৩১ মে’ই আলাপন বন্দ্যোপাধ্যয়ের কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু রাজ্যের অনুরোধে সম্প্রতি তাঁর তিন মাসের এক্সটেনশন মঞ্জুর করেছে কেন্দ্র। তবে বিতর্ক তৈরি হয়েছে, হঠাৎ করে কেন্দ্রের তরফে মুখ্যসচিবকে নর্থ ব্লকে তলব করায়। এই নিয়ে বর্তমানে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব তুঙ্গে। তবে সোমবার দিল্লি যাচ্ছেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নির্দেশ থাকলেও ওইদিন নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে হাজিরা দেবেন না তিনি। বরং নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা প্রধান সচিবদের বৈঠকে অংশগ্রহণ করবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)