পুরভোটের টাকা চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কমিশন
পুরভোটের টাকা চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কমিশন। শুক্রবার ১৭টি পুরসভার ভোটের দিন ঠিক করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু কমিশনের ঘরে এখনও টাকা পাঠায়নি রাজ্য। কমিশন সূত্রে খবর, সোমবার পুর সচিবকে এই চিঠি পাঠানো হবে।
পুরভোটের টাকা চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কমিশন। শুক্রবার ১৭টি পুরসভার ভোটের দিন ঠিক করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু কমিশনের ঘরে এখনও টাকা পাঠায়নি রাজ্য। কমিশন সূত্রে খবর, সোমবার পুর সচিবকে এই চিঠি পাঠানো হবে।
তিরিশে জুন পুরভোট চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল কমিশন। সেসময় রাজ্যের তরফে কোনও উত্তর মেলেনি। কমিশন-পুরকর্তাদের বৈঠকেও বেরোয়নি সমাধানসূত্র। শেষপর্যন্ত মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। শুক্রবার সতেরোটি পুরসভার ভোটের দিনক্ষণ ঠিক করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু দিন ঠিক হলেও ভোটের জন্য কমিশনের ঘরে এখনও টাকা পাঠায়নি রাজ্য । বাজেটে ২০১৩ পুরভোটের জন্য বরাদ্দ হয় ৭ কোটি ৬৭ ষাট হাজার টাকা। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের ঘরে এসেছে মাত্র ৩২ লক্ষ ৭০ হাজার টাকা।
যত দ্রুত সম্ভব বাকি টাকা চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কমিশন। কমিশন সূত্রে খবর, সোমবার পুর সচিবকে এই চিঠি পাঠানো হবে। পুরভোটের দিন ঠিক হওয়ার আগে থেকেই কাজ শুরু করেছে কমিশন। শেষ হয়েছে পুরসভাগুলির সীমানা পুনর্বিন্যাসের কাজ। কিন্তু ভোটকর্মীদের প্রশিক্ষণ সহ একাধিক কাজ এখনও বাকি রয়েছে। বরাদ্দ টাকা না পেলে তা শেষ করা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞমহলের ধারনা, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কমিশন-সরকার উভয়ের সম্পর্ক যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে এক চিঠিতেই সমাধানসূত্র বেরোয় কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।