বাম-কংগ্রেস যৌথ বিক্ষোভে আজও উত্তপ্ত বিধানসভা

বাম-কংগ্রেস যৌথ বিক্ষোভে আজও উত্তপ্ত বিধানসভা। আব্দুল মান্নানকে কেন সাসপেন্ড করা হল? স্পিকারের রুলিং না থাকলেও কেন কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে সভা থেকে বের করে দেওয়া হল? এ সব নিয়ে আলোচনা চান বাম ও কংগ্রেস বিধায়করা। কিন্তু, স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিরোধী বিধায়ক মহম্মদ ইব্রাহিম সভার মধ্যে ভেঁপু বাজাতে শুরু করেন। পরে বাইরে বেরিয়ে এসে বিধানসভা চত্ত্বরেই বিক্ষোভে সামিল হন বিরোধীরা। 

Updated By: Feb 16, 2017, 06:32 PM IST
বাম-কংগ্রেস যৌথ বিক্ষোভে আজও উত্তপ্ত বিধানসভা

ওয়েব ডেস্ক : বাম-কংগ্রেস যৌথ বিক্ষোভে আজও উত্তপ্ত বিধানসভা। আব্দুল মান্নানকে কেন সাসপেন্ড করা হল? স্পিকারের রুলিং না থাকলেও কেন কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে সভা থেকে বের করে দেওয়া হল? এ সব নিয়ে আলোচনা চান বাম ও কংগ্রেস বিধায়করা। কিন্তু, স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিরোধী বিধায়ক মহম্মদ ইব্রাহিম সভার মধ্যে ভেঁপু বাজাতে শুরু করেন। পরে বাইরে বেরিয়ে এসে বিধানসভা চত্ত্বরেই বিক্ষোভে সামিল হন বিরোধীরা। 

আরও পড়ুন- ফের একমঞ্চে সিপিএম-কংগ্রেস?

সরকার ও বিরোধীদের মধ্যে বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বিধানসভা। আজও তারই প্রতিফলন দেখা গেল অধিবেশনে।

.