বেআইনি কাজ করছে সরকার, বলল কংগ্রেস
একতরফা পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে বেআইনি কাজ করেছে রাজ্য সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোট পিছিয়ে দিতেই রীতিমতো ষড়যন্ত্র করে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট পিছিয়ে দিয়ে মধ্যবর্তী সময়ে সরকার প্রশাসক নিয়োগ করতে চায় বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
একতরফা পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে বেআইনি কাজ করেছে রাজ্য সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোট পিছিয়ে দিতেই রীতিমতো ষড়যন্ত্র করে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট পিছিয়ে দিয়ে মধ্যবর্তী সময়ে সরকার প্রশাসক নিয়োগ করতে চায় বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
পঞ্চায়েত নির্ঘণ্ট নিয়ে সরকার-কমিশন টানাপোড়েন অব্যাহত৷ চিঠি-পাল্টা চিঠি ঘিরে ক্রমশই চড়েছে পঞ্চায়েত-পারদ৷ আর সংঘাতের আবহে সরকারের বিরুদ্ধে বিরোধীদের চড়া সুরও অব্যাহত৷ ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপালের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ভোট পিছিয়ে নিজেদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে সরকার৷
অন্যদিকে, আদৌ পঞ্চায়েত নির্বাচন রাজ্য সরকার করতে চায় কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমায়, পঞ্চায়েত ভোটে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। আইনজ্ঞদের পরামর্শ নিয়ে অবিলম্বে এই জটিলতা কাটানোর চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন
সরকার চক্রান্ত করছে: প্রদীপ ভট্টাচার্য