কংগ্রেসের সরকার বিরোধী মিছিল
রাজ্যে সন্ত্রাস ইস্যুতে বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে কংগ্রেস। কখনও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কখনও আবার সাংসদ অধীর চৌধুরী, দীপা দাশমুন্সী। কিন্তু সবটাই ছিলও অভিযোগ আর বিবৃতির মধ্যে সীমাবদ্ধ।
রাজ্যে সন্ত্রাস ইস্যুতে বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে কংগ্রেস। কখনও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কখনও আবার সাংসদ অধীর চৌধুরী, দীপা দাশমুন্সী। কিন্তু সবটাই ছিলও অভিযোগ আর বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদের কর্মসূচি নিল প্রদেশ যুব কংগ্রেস। আঠারোই নভেম্বর হাজরা থেকে মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। নেতৃত্বে থাকবেন সাংসদ মৌসম নূর। তাঁরা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছেন তাঁদের কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রী নিরব। মাত্র ছয় মাস জোট সরকারের বয়স। কংগ্রেসও তার শরিক। কিন্তু তারই মধ্যে এই বিরোধ ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহল।