বেতন বৃদ্ধির দাবিতে সরকারি হালপাতালে কর্মবিরতিতে হেঁশেল কর্মীরা
বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন সরকারি হাসপাতালের হেঁশেল কর্মীরা। কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস এবং আরজি কর চার জায়গাতেই সকাল নটা থেকে শুরু হয়ে যায় কর্মবিরতি।
বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন সরকারি হাসপাতালের হেঁশেল কর্মীরা। কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস এবং আরজি কর চার জায়গাতেই সকাল নটা থেকে শুরু হয়ে যায় কর্মবিরতি। রান্না বন্ধ করে, হেঁশেলে তালা ঝুলিয়ে অবস্থান শুরু করেন কর্মীরা। এখন মাসিক ২,৪০০ টাকা বেতন কাজ করছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, শ্রম দফতরের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী তাঁদের দৈনিক ন্যূনতম ১৯৬ টাকা পাওয়া উচিত। তাঁদের আরও অভিযোগ, চুক্তি অনুযায়ী সঠিক মান ও সঠিক পরিমানে রোগীদের খাবার সরবরাহ করছে না বরাতপ্রাপ্ত সংস্থা। পরে মেডিক্যাল কলেজে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির আশ্বাসে তিনটি হাসপাতালে কর্মবিরতি উঠে যায়। এসএসকেএমে এখনও কর্মবিরতি চলছে।
কর্মবিরতির জেরে রোগীদের দুপুরের খাবার পেতে অনেক দেরি হয়। এসএসকেএমে রোগীদের ভোগান্তি জারি আছে।