করোনা 'আক্রান্ত' কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে বলে সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এমনই আশঙ্কা করা হচ্ছে।
সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের অধ্যাপক আক্রান্ত ব্যক্তি। কলকাতায় সল্টলেক অঞ্চলের বাসিন্দা তিনি। মে মাসের ৪ তারিখে অসুস্থতার জন্য সল্টলেকেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে বলে সূত্রে খবর। এরপরই সল্টলেকের ওই এলাকা পুলিস ঘিরে দিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন, করোনায় দেশের মধ্যে সর্বাধিক মৃত্যুর হার পশ্চিমবঙ্গে, রাজ্যকে ফের কড়া চিঠি কেন্দ্রের
প্রসঙ্গত, করোনায় রেড জোন কলকাতা। গতকাল সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবারের থেকে বুধবারে কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। ৩১২ থেকে বেড়ে কলকাতায় কনটেইনমেন্ট জোন হয়েছে ৩৩৪টি।
আরও পড়ুন, 'অনেক আগেই করোনা সঙ্কটের গুরুত্ব বুঝে গিয়েছিলেন মোদী,' প্রশংসায় পঞ্চমুখ অমর্ত্য সেন