Vaccine: কুপন ছাড়া ভ্যাকসিন নয়, জেলাগুলিকে কড়া নির্দেশিকা নবান্ন-র
নবান্নে জেলা শাসক, পুলিস সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব
![Vaccine: কুপন ছাড়া ভ্যাকসিন নয়, জেলাগুলিকে কড়া নির্দেশিকা নবান্ন-র Vaccine: কুপন ছাড়া ভ্যাকসিন নয়, জেলাগুলিকে কড়া নির্দেশিকা নবান্ন-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/31/342571-9.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা ভ্য়াকসিন নিতে গিয়ে আজ ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। সেখানে ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়ির মধ্যে পড়ে রক্তাক্ত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। রাজ্যের অন্য়ান্য জেলা থেকেও বিভিন্ন সময় বিশৃঙ্খলার খবর এসেছে আগেও। এনিয়ে আজ নবান্নে জেলা শাসক, পুলিস সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব।
আরও পড়ুন-Doctor Death: 'আমার শান্তি কোথায়! চাকরি থেকে ইস্তফা'? ফেসবুকে পোস্ট দিয়ে আত্মঘাতী সরকারি চিকিৎসক
নবান্ন সূত্রে খবর, ওই ভার্চুয়াল বৈঠকে জেলাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে
## পর্যাপ্ত জায়গা, বড় মাঠ-সহ স্কুল ভবনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
## ভিড় ঠেকাতে প্রয়োজনে পুলিস মোতায়েন করতে হবে।
## টিকা দেওয়ার আগে স্বাস্থ্যকর্মী বা আইসিডিএস কর্মীদের মাধ্যমে কুপন বিলি করতে হবে।
## শুধুমাত্র কুপন দিয়েই টিকা দিতে হবে। কুপন ছাড়া টিকা দেওয়া যাবে না।
আরও পড়ুন-Kolkata: তরুণীর 'অসামাজিক' কাজের প্রতিবাদ করতেই অ্যাসিড হামলা, ঝলছে গেলেন ৪ প্রতিবেশী
## কুপন দিতে হবে টিকাকরণের ১-২ দিন আগে।
## ভ্যাকসিন দেওয়ার জায়গা ঠিক করার জন্য টাস্কফোর্স তৈরি করতে হবে।
## নিজের এলাকায় ভ্যাকসিন ভেন্যু সম্পর্কে খোঁজ রাখতে হবে থানাকে। কোথায় ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে তার নথি রাখতে হবে।
## দুয়ারে সরকারের ক্য়াম্পের মতো ভ্যাকিসন বুথও চিহ্নিত করতে হবে।
## ধুপগুড়ির মতে ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)