ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত দুই সাফাইকর্মী
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল দুই সাফাইকর্মীর। নিউটাউনের পেকেরহাটিতে ভূগর্স্থ নিকাশির কাজে নেমেছিলেন ওই দুই কর্মী। ম্যানহোল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ভূগর্ভস্থ ঝাঁঝালো গ্যাসেই দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আটক করা হয়েছে ঠিকাদার আমিরুল মোল্লাকে।
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল দুই সাফাইকর্মীর। নিউটাউনের পেকেরহাটিতে ভূগর্স্থ নিকাশির কাজে নেমেছিলেন ওই দুই কর্মী। ম্যানহোল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ভূগর্ভস্থ ঝাঁঝালো গ্যাসেই দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আটক করা হয়েছে ঠিকাদার আমিরুল মোল্লাকে।
সোমবার সকাল সাড়ে নটা। নিউটাউনের পেকেরহাটিতে ম্যানহোল পরিষ্কারের কাজ করছিলেন নাজের আলি তরফদার ও আমির আলি তরফদার। ম্যানহোল পরিষ্কারের জন্য প্রথমে নীচে নামেন আমির আলি তরফদার। বেশকিছুক্ষণ কেটে যাওয়ার পর কোনও সাড়াশব্দ না মেলায় ভেতরে নামেন নাজের আলি। বেশকিছুক্ষণ কেটে যাওয়ার পর কেউই ম্যানহোল থেকে উঠে না আসায় নিউটাউন থানায় খবর দেন অন্যান্য সাফাই কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিস। খবর দেওয়া হয় দমকলেও। দমকল ও পুলিসের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ। ম্যানহোল থেকে উদ্ধার দুই কর্মীর সংজ্ঞাহীন দেহ। এরপর বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি ম্যানহোল থেকে বেরোনো ঝাঁঝালো গ্যাসেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই কর্মীর। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিস।