শোভনের সঙ্গেই বিজেপিতে বিধায়ক দেবশ্রী রায়ও?
বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য করেছেন, "৬ মাসের মধ্যে তৃণমূলের কংগ্রেসের সবকটা ইট খসে পড়বে।"
নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী রায়? উসকে উঠেছে জল্পনা। আজ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিজেপি সদর দফতরে ঢুকতে দেখা গিয়েছে দেবশ্রী রায়কে। আর তারপরই উসকে উঠেছে জল্পনা। এই মুহূর্তে বিজেপির সদর দফতরেই রয়েছেন দেবশ্রী। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়।
প্রসঙ্গত, আজ বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি সদর দফতরে পৌঁছে গিয়েছেন শোভনবাবু। তাঁর সঙ্গে রয়েছেন বৈশাখি বন্দ্যোপাধ্য়ায়ও। এদিকে শোভনের বিজেপিতে যোগদান নিশ্চিত হতেই উস্কে উঠেছে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানের সম্ভাবনা।
আরও পড়ুন, 'মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী', বিস্ফোরক দিলীপ ঘোষ, চাঁছাছোলা আক্রমণ রাহুলেরও
এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য করেছেন, "৬ মাসের মধ্যে তৃণমূলের কংগ্রেসের সবকটা ইট খসে পড়বে। যতগুলো পিলার আছে, যতগুলো বিম আছে তৃণমূল কংগ্রেসের। সবগুলো খসে পড়বে।" যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।