পৌষ সংক্রান্তি থেকে ঠান্ডা কমছে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
মকর সংক্রান্তিতে সম্ভবত থাকবে না কনকনে ঠান্ডা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ এবং রাজ্যের সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘুর্ণাবর্তের পরিস্থিতি। আর সে কারণেই বাড়ছে তাপমাত্রার পারদ।
ওয়েব ডেস্ক: মকর সংক্রান্তিতে সম্ভবত থাকবে না কনকনে ঠান্ডা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ এবং রাজ্যের সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘুর্ণাবর্তের পরিস্থিতি। আর সে কারণেই বাড়ছে তাপমাত্রার পারদ।
শেষ পৌষে হঠাতই জোরদারভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শীত। রাজ্যবাসীর মনে আশা জেগেছিল হয়তো এবার স্থায়ী হচ্ছে শীতের ইনিংস। কিন্তু, আপাতত পূর্ণ হচ্ছে না সেই আশা। আগামিকালের পর থেকেই একটু বাড়বে তাপমাত্রা। তবে, শীতের আমেজে কোনও ঘাটতি পড়বে না। আজও সকাল থেকে কনকনে শীত কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়ায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী চব্বিশঘণ্টা বজায় থাকবে উত্তুরে হাওয়ার দাপট।