পোস্তায় শহরের প্রাক্তন ডেপুটি মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমা

পোস্তায় শহরের প্রাক্তন ডেপুটি মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমা

Updated By: May 12, 2014, 03:32 PM IST

হাড়োয়ায় যখন নিরীহ মানুষ গুলি খেয়ে লুটিয়ে পড়ছে, তখনই শহরের বুক কেঁপে ঘটল বোমার আঘাতে। পোস্তায় শহরের প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হল।

ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোন ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত৷ সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ মীনাদেবী রক্ষা পেলও বোমার আঘাতে জখম হন এক ব্যক্তি৷

এদিকে, দক্ষিণ কলকাতার তিলজলায় ভেঙে দেওয়া হল সিপিআইএমের ক্যাম্প অফিস। তিলজলা থানার পাশেই সিপিআইএমের ক্যাম্প অফিস। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ।

যাদবপুর, নিউ আলিপুরের বহু বুথে ভোটারের নাম তালিকা থেকে বাদ।

সিপিআইএম নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো, অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে শাসকদলের হুমকি, সংবাদমাধ্যমকে হেনস্থা - গতকাল দিনভর খবরের শিরোনামে ছিল উত্তর কলকাতার কাশীপুর। আজও সকাল থেকে কাশীপুর এলাকায় একের পর এক বুথ জ্যাম, বুথ দখলের অভিযোগ আসতে থাকে।

যদিও, ভোটারদের আস্থা বাড়াতে এলাকার অলি-গলিতে পুলিসের টহলদারি চোখে পড়েনি। উল্টে, বড় রাস্তায় বাসে চড়ে পুলিসকে ঘুরে বেড়াতে দেখা যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ডিসি নর্থ গৌরব শর্মা। বাস থামিয়ে পুলিসকর্মীদের রীতিমতো ধমক দেন তিনি। নির্দেশ দেন এলাকায় পায়ে হেঁটে টহল দেওয়ার।

.