থেকেও নেই ডিভাইডার, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই ছুটছে গাড়ি
বিষয়টি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে শহরে। চালকদের বেপরোয়া মনোভাবে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
নিজস্ব প্রতিবেদন: হেলে গিয়েছে রাস্তায় বসানো ডিভাইডার, তাকে আরও দুমড়ে মুচড়ে দিয়েই চলে যাচ্ছে গাড়ি। নিয়ম ভাঙাই যেন নিয়ম। এ ছবি চোখে পড়বে শহরের সর্বত্র। লেন না মানার রোগ এ শহরের নতুন নয়। তবে বিষয়টি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে শহরে। চালকদের বেপরোয়া মনোভাবে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
লেন মানতে বাধ্য করতেই শহরের রাস্তায় সারি দিয়ে বসানো হয় এই স্প্রিং পোস্ট। তবে সেসব মানা তো দূরের কথা, কার্যত তার ওপর দিয়েই নিয়ম ভেঙে চলে যায় গাড়ি। চাকার নীচে পড়ে কঙ্কালসার ডিভাইডার থাকে অবহেলাতেই। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কলকাতা পুলিসের ডিসি ট্রাফিক সন্তোষ পাণ্ডে বলেন, "যেগুলি ভেঙে গিয়েছে, সেগুলি আবার লাগানো হবে। লেন ঠিক রাখতে হবে।"
আরও পড়ুন: বেলঘরিয়ায় ডেবিট কার্ড প্রতারণ চক্রের হদিস, গ্রেফতার ৪ ভিনদেশি যুবক
ট্রাফিক পুলিসের একাংশের মতে, লেন না মেনে গাড়ি চালানোর অভ্যাসটা বেশি বাস চালকদের। বেশ কিছু পথ দুর্ঘটনার মূলে লেন না মেনে গাড়ি চালানো। অন্যদিকে আরও এক পুলিস কর্তার কথায়, "এই অভ্যাস নতুন নয়, কড়া তো হতে হবেই। সেই সঙ্গে বেশf জোর দিতে হবে সচেতনতায়।"