বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ভিড়
কারও মতে ফিরিঙ্গি পাড়ার কালী। তাই নাম ফিরিঙ্গি কালী। আবার কেউ বলেন, অ্যান্টনি কবিয়াল কালীর থানে বসে গান গাইতেন। তাঁর নামেই এই মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি। ঐতিহাসিক এই মন্দিরটি নিয়ে রয়েছে নানা তথ্য। নানা মত। তবে যে যাই বলুক না কেনও, কালীপুজোর সময় এই মন্দিরে প্রতি বছরই উপচে পড়ে ভিড়।
ওয়েব ডেস্ক : কারও মতে ফিরিঙ্গি পাড়ার কালী। তাই নাম ফিরিঙ্গি কালী। আবার কেউ বলেন, অ্যান্টনি কবিয়াল কালীর থানে বসে গান গাইতেন। তাঁর নামেই এই মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি। ঐতিহাসিক এই মন্দিরটি নিয়ে রয়েছে নানা তথ্য। নানা মত। তবে যে যাই বলুক না কেনও, কালীপুজোর সময় এই মন্দিরে প্রতি বছরই উপচে পড়ে ভিড়।
আরও পড়ুন- আলো ফুটতেই ভক্তের ঢল দক্ষিণ্বেশ্বর মন্দিরে
কলকাতা শহরের বৌ-বাজারে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। আর সেখানেই আজ সকাল থেকে ভিড় জমিয়েছেন অগুণতি ভক্ত। ডালা হাতে তাঁরা চলে এসেছেন এই বিশেষ দিনে পুজো দিতে। নিরাপত্তাও করা হয়েছে জোরদার।