ডিজেলের দাম বনাম বাসের ভাড়া, অসাম্যের শীর্ষে কলকাতা

বাসমালিকদের সমস্যা খতিয়ে দেখতে এবং ভাড়াবৃদ্ধির দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে এই গোষ্ঠী ভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মত না হলে ১৫ অগাস্টের পর প্রস্তাবিত ধর্মঘটের পথেই হাঁটবেন বাস মালিকরা।

Updated By: Jul 31, 2012, 12:16 PM IST

বাসমালিকদের সমস্যা খতিয়ে দেখতে এবং ভাড়াবৃদ্ধির দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে এই গোষ্ঠী ভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মত না হলে ১৫ অগাস্টের পর প্রস্তাবিত ধর্মঘটের পথেই হাঁটবেন বাস মালিকরা। জানিয়ে দিল তাদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।
ডিজেলের দামের নিরিখে কলকাতা দেশের ৫ মেট্রো শহরের মধ্যে রয়েছে ২ নম্বরে।
ডিজেলের দাম (লিটার প্রতি)
মুম্বইতে ৪৮ টাকা ৭৫ পয়সা
কলকাতায় ৪৪ টাকা ৭০ পয়সা
দিল্লিতে ৪১ টাকা ৭২ পয়সা
চেন্নাইয়ে ৪২ টাকা ৭০ পয়সা এবং
বেঙ্গালুরুতে ৪২ টাকা ৮২ পয়সা
 
অথচ বাসভাড়ার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সবার নীচে!
মুম্বইয়ে বাসভাড়ার বিন্যাসঃ

০ থেকে ২ কিলোমিটার ৫ টাকা
২ থেকে ৩ কিলোমিটার ৭ টাকা
৩ থেকে ৫ কিলোমিটার ১০ টাকা
৫ থেকে ৭ কিলোমিটার ১২ টাকা
৭ থেকে ১০ কিলোমিটার ১৫ টাকা
১০ থেকে ১৫ কিলোমিটার ১৮ টাকা
১৫ থেকে ২০ কিলোমিটার ২০ টাকা
২০ থেকে ৫০ কিলোমিটার ৪০ টাকা
 
দিল্লিতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ৪ কিলোমিটার ৫ টাকা
৪ থেকে ১০ কিলোমিটার ১০ টাকা
১০ থেকে ১৫ কিলোমিটার ১৫ টাকা
১৫ কিলোমিটারের উর্দ্ধে ২০ টাকা
 
চেন্নাইতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ২ কিলোমিটার ৩ টাকা
২ থেকে ৪ কিলোমিটার ৪ টাকা
৪ থেকে ৫ কিলোমিটার ৫ টাকা
৫ থেকে ৭ কিলোমিটার ৬ টাকা
৭ থেকে ৯ কিলোমিটার ৭ টাকা
৯ থেকে ১১ কিলোমিটার ৮ টাকা
এরপর প্রতি কিলোমিটারে ১ টাকা করে বেশি

বেঙ্গালুরুতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ২ কিলোমিটার ৪ টাকা
এরপর প্রতি কিলোমিটারে ১ টাকা করে বেশি
 
সেই তুলনায় কলকাতায় বাসভাড়া-
 
০ থেকে ৪ কিলোমিটার ৪ টাকা
৪ থেকে ১২ কিলোমিটার ৬ টাকা
১২ থেকে ১৮ কিলোমিটার ৭ টাকা
১৮ থেকে ২২ কিলোমিটার ৮ টাকা
২২ কিলোমিটারের পর ১০ টাকা
 
তাই লোকসানের বোঝা বাইতে না পেরে রাজ্যের মোট ৩৩ হাজার বেসরকারি বাসের মধ্যে বসে গিয়েছে ৯ হাজার। নেহেরু মিশনের নতুন ৬৩৭ টি বাসের মধ্যে বন্ধ হয়ে গেছে ৩০০ বাস। সরকারি বাসও ধুঁকছে। সিটিসির পরিসংখ্যান বলছে ২০১০-১১ অর্থবর্ষে ২৮৭ টি বাস চালিয়ে মোট আয় হত ৩৫ কোটি ৫৩ লক্ষ ৭৪ হাজার ২২১ টাকা। চলতি অর্থবর্ষে ২৪৩ টি বাস চালিয়ে সংস্থার মোট আয় কমে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১২ লক্ষ ৭৫ হাজার ৮৭৮ কোটিতে। রক্ষণাবেক্ষণের টাকা না থাকায় সার্বিকভাবে সবকটি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থায় মোট ২২১টি বাস কম চলছে। পরিষেবা থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছেন দেড় লক্ষ যাত্রী।

.