PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর

বিজেপিতে বাড়ছে দ্বিমত।

Updated By: Jun 24, 2021, 01:06 PM IST
PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর

নিজস্ব প্রতিবেদন: বিজেপির আশঙ্কা সত্যি করে, বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। যার বিরোধীতায় গতকালই আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে, রাজ্যের বিরোধী দলনেতা যখন আদালতে যাওয়ার বার্তা দিচ্ছেন, তখন তাঁর দলেরই সভাপতির গলায় শোনা গেল ভিন্ন সুর। এই বিষয়ে 'আইনত কিছু করার নেই' বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিষয়টি সরকারের ঘারে চাপিয়ে দায় সাড়লেন তিনি।

PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন জমা প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘PAC চেয়ারম্যান নিয়ে কিছু বলার নেই। এটা সরকারের রীতি। আশাকরি সরকার বজায় রাখবে। যদি তাঁরা না রাখেন, তাহলেও আইনত কিছু করার নেই।’ রাজ্য বিজেপি সভাপতির গলায় যখন এই সুর তখন উল্টো কথা বলছেন রাজ্য়ের বিরোধী দলনেতা। গতকাল এই একই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, '১৬ তারিখে শুনানিতে ডেকেছেন স্পিকার। সমস্ত তথ্য নথি পেশ করব। তবে বেশি দিন অপেক্ষা করব না। আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। বেশিদিন বিধায়কই থাকবেন না পিএসি কি! মুকুলের বিধায়ক পদ খারিজের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলাম।'  

আরও পড়ুন: ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিটি কলেজেও ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব

আরও পড়ুন: রাজ্য BJP-র গোপন প্রশিক্ষণ শিবিরের সদস্য ‘মমতা বন্দ্যোপাধ্যায়’! আইডি ঘিরে চাঞ্চল্য

একই ইস্যুতে বিজেপির দুই শীর্ষ নেতার ভিন্ন মন্তব্যে বাড়ছে গুঞ্জন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে এখন তালমিলের অভাব ঘটছে? PAC ইস্যুতে পার্টি লাইন কী হবে, তা কি এখনও ঠিক করতে পারেনি বিজেপি? রাজ্য বিজেপিতে কি মাথাচাড়া দিচ্ছে দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব?  

.