কোভিডকালে অভিযান করবেন না, চিঠি পুলিসের; কোথায় অতিমারি আইন? প্রশ্ন Dilip-র
পুলিসের ইচ্ছায় তো আমরা কর্মসূচি করছি না,স্পষ্ট করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
নিজস্ব প্রতিবেদন: ভুয়ো টিকাকাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপি (West Bengal BJP)। কোভিডকালে কর্মসূচি বাতিল করার জন্য মুরলিধর সেন লেনে চিঠি দিয়েছে কলকাতা পুলিস। অন্যথায় যথাবিহিত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই চিঠিতে। আইন ভেঙেই বিজেপি অভিযানে নামবে বলে রবিবার স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'পুলিসের ইচ্ছায় তো আমরা কর্মসূচি করছি না। সাধারণ মানুষের উপরে অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করব। আমাদের সেই অধিকার রয়েছে। পুলিস তার কাজ করবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব।'
কলকাতা পুলিসের (Kolkata Police) তরফে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাসকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,'মাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি ৫ জুলাই কলকাতা পুরসভা অভিযান করতে চলেছেন আপনারা। কোভিড পরিস্থিতিতে কর্মসূচি বাতিলের অনুরোধ করছি। ২৮ জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের নির্দেশিকায় সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং শিক্ষাগত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা ভাঙলে বিপর্যয় ব্যবস্থাপনা আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সহযোগিতা কাম্য।'
কোভিড পরিস্থিতিতে কি মিছিল করবেন? দিলীপের (Dilip Ghosh) জবাব,'কোথায় অতিমারি আইন? সব তো স্বাভাবিক। গাড়ি-ঘোড়াও চলছে। তৃণমূল থেকে শুরু করে সব রাজনৈতির দল কর্মসূচি করে চলেছে। আমরা মানুষের স্বার্থে আন্দোলন করব। রাজনৈতিক হিংসা ও ভ্যাকসিন কেলেঙ্কারি চলছে রাজ্যে। সরকার কোথায়? এর প্রতিবাদ তো করতেই হবে। এখানে আইন বলে কিছু নেই। যে সব নেতারা টিকাকাণ্ডে জড়িত তাঁদের গ্রেফতার করা হোক। তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে বসে রয়েছে দেবাঞ্জন। যে লোকটাকে মাথায় করে নাচছিলেন এখন বলছেন চেনেন না। এর জোরদার প্রতিবাদ হওয়া উচিত। তাই আমরা রাস্তায় নামছি।'
আরও পড়ুন- 'মরচে ধরেছে দলে', খোলনলচে বদল চেয়ে আলিমুদ্দিনে চিঠি Kanti-র