ভারতে আসছে ছোটদের জন্য `ডিসকভারি কিডস`

এবার ছোটদের জন্য একটি সুখবর। শুধুমাত্র তাদের জন্য এক্সক্লুসিভ টিভি চ্যানেল লঞ্চ করল ডিসকভারি। নাম ডিসকভারি কিডস। ইউরোপ আমেরিকা ও দক্ষিণ আমেরিকার প্রায় প্রতিটি দেশে অভাবনীয় সাফল্যের পর এই প্রথমবার ভারতীয় শিশুদের জন্য এই নয়া `ভেঞ্চার`।

Updated By: Aug 4, 2012, 05:06 PM IST

এবার ছোটদের জন্য একটি সুখবর। শুধুমাত্র তাদের জন্য এক্সক্লুসিভ টিভি চ্যানেল লঞ্চ করল ডিসকভারি। নাম ডিসকভারি কিডস। ইউরোপ আমেরিকা ও দক্ষিণ আমেরিকার প্রায় প্রতিটি দেশে অভাবনীয় সাফল্যের পর এই প্রথমবার ভারতীয় শিশুদের জন্য এই নয়া `ভেঞ্চার`।
চার থেকে এগারো বছর বয়সি শিশুরাই এবার ডিসকভারি চ্যানেলের টার্গেট অডিয়েন্স। ভারতে এই বয়সের শিশুর সংখ্যা প্রায় ৩৭০ মিলিয়ন। এবার ছোটা ভীম বা পোকেমনের পাশাপাশি নজর কাড়তে আসছে কিম আর স্যালির মতো নতুন কার্টুন চরিত্ররাও। কলকাতায় এসে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাহুল জোহরি জানালেন, ছোটদের কল্পনাশক্তি ও বুদ্ধিমত্তা বিকাশের উপরেই বেশি জোর দেওয়া হবে এই চ্যানেলের প্রোগ্রামগুলিতে।

.