শাড়ি বিক্রির টাকায় রাস্তার কুকুরদের দেখভাল

শাড়ি বিক্রির টাকায় রাস্তার কুকুরদের দেখভাল। উদ্যোগে দেবশ্রী রায় ফাউন্ডেশন। সেই প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য পর্ণশ্রীতে আয়োজন করা হয়েছিল শাড়ির প্রদর্শনীর। প্রদর্শনীতে কুকুরপ্রেমী এক অটোচালককে পুরস্কৃত করলেন মেয়র।

Updated By: Aug 29, 2016, 11:35 PM IST
শাড়ি বিক্রির টাকায় রাস্তার কুকুরদের দেখভাল

ব্যুরো: শাড়ি বিক্রির টাকায় রাস্তার কুকুরদের দেখভাল। উদ্যোগে দেবশ্রী রায় ফাউন্ডেশন। সেই প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য পর্ণশ্রীতে আয়োজন করা হয়েছিল শাড়ির প্রদর্শনীর। প্রদর্শনীতে কুকুরপ্রেমী এক অটোচালককে পুরস্কৃত করলেন মেয়র।

শুধু একজন ভাল অভিনেত্রী কিম্বা নৃত্যশিল্পী নন। রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের আরও একটা পরিচয়, তিনি একজন পশুপ্রেমীও। রাস্তায় পড়ে থাকা সারমেয়দের সেবা-যত্নের জন্য তাঁর একটি সংস্থাও রয়েছে। কুকুর কেন্দ্রিক কোনও সমস্যার খবর পেলেই, নিজে না পারলেও, দূত পাঠাতে সময় নষ্ট করেন না দেবশ্রী রায়। এবার সেই সমস্ত সারমেয়দের জন্য অর্থ সংগ্রহে, অভিনব উদ্যোগ নিলেন তিনি। সম্প্রতি পর্ণশ্রীর আগমনী কমিউনিটি হলে শাড়ি প্রদর্শনীর আয়োজন করেছিল দেবশ্রী রায় ফাউন্ডেশন। মূল উদ্দেশ্য ছিল, বিক্রির পুরো টাকাই  সারমেয়দের জন্য ব্যবহার করা। অনুষ্ঠানে দেবশ্রী রায় নিজে তো ছিলেনই। আর ছিলেন মেয়র শোভন চ্যাটার্জি সহ আরও কয়েকজন বিশিষ্ট অতিথি।

অনুষ্ঠানে কলকাতা পুরসভার পক্ষ থেকে পশুপ্রেমী এক  অটোচালকের হাতে ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মেয়র।

.