মাদককাণ্ডের চার্জশিটে রাকেশ, বাদ দেওয়া হল পামেলা ও তাঁর সঙ্গীর নাম
চার্জশিটে রাকেশ সিং সহ মোট ৮ জনের নাম রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মাদক পাচার কাণ্ডে শেষপর্যন্ত বাদ দেওয়া হল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর নাম। পাশপাশি তাঁর এক সঙ্গী ও নিরাপত্তারক্ষীর নামও বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-‘হাতে যা টিকা আছে, এই মাস অবধি চলবে’, আদর পুনাওয়ালার বক্তব্যে উদ্বেগ বাড়ল
পুলিস সূত্রে খবর, পামেলা(Pamela Goswami) ও তাঁর সঙ্গী ও নিরাপত্তারক্ষীকে ফাঁসানো হয়েছে এমনটাই উঠে এসেছে মাদক পাচার কাণ্ডের তদন্তে। তার পরই ওই ৩ জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে, চার্জশিটে নাম রাখা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং(Rakesh Singh) ও অন্যান্যদের।
চার্জশিটে রাকেশ সিং সহ মোট ৮ জনের নাম রাখা হয়েছে। রাকেশ ও অমৃতরাজ সিংকে পলাতক দেখানো হয়েছে। সিডি-সহ জমা দেওয়া হয়েছে মোট ১২০০ পাতার চার্জশিট।
আরও পড়ুন- নন্দীগ্রামের মানুষ জেতাতে চায়নি, হার মেনে নিতে চাইছেন না Mamata: Dilip
চার্জশিটে বলা হয়েছে, সুইটি ও দুই মাদক পাচারকারীর কাছে কোকেন কিনেছিল রাকেশ সিং। অমৃত রাজ সিং নামে একজনের সাহায্যে ওই কোকেন রাখা হয় পামেলার গাড়িতে। মোট ৮০ জন সাক্ষীর বয়ান নিয়ে ৭৪ দিনের মাথায় চার্জশিট দিল পুলিস।