শ্রমিক সংগঠনগুলির সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠকের পরও ডানলপ সমস্যা তিমিরেই
ডানলপের অচলাবস্থা কাটাতে মহাকরণে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। বৈঠকের পর শ্রমমন্ত্রী অবিলম্বে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রত্যাহারের উপর জোর দেন। তিনি বলেন, আগামী একুশে অক্টোবর ডানলপ কর্তৃপক্ষ বৈঠকে বসে আগে সিদ্ধান্ত নিক।
ডানলপের অচলাবস্থা কাটাতে মহাকরণে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু।
বৈঠকের পর শ্রমমন্ত্রী অবিলম্বে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রত্যাহারের উপর জোর দেন। তিনি বলেন, আগামী একুশে অক্টোবর ডানলপ কর্তৃপক্ষ বৈঠকে বসে আগে সিদ্ধান্ত নিক। তারপর এ ব্যাপারে সরকার তার অবস্থান জানাবে। তবে জনবিরোধী কোনও কিছু মেনে নেওয়া হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডানলপ থেকে নিঃশর্তে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস প্রত্যাহারের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলিও।ডানলপের অচলাবস্থা কাটাতে আজ বৈঠকে বসে দুপক্ষ।
বৈঠকে সরকারের কাছে সাত দফা দাবি পেশ করেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। গত আটই অক্টোবর ডানলপ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।