দীপাবলীতে শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

রাজ্যের জন্য সুখবর।  দীপাবলীর দিনই ফের শুরু হচ্ছে  বন্ধ থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। কাজ  শুরু হচ্ছে হাওড়া ময়দানের দিক থেকে। কাজ এগোবে পুরনো নকশা অনুযায়ীই। আজ মেট্রো কর্তৃপক্ষকে কাজ শুরুর  কথা  জানিয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থা।  

Updated By: Oct 15, 2014, 09:10 PM IST
দীপাবলীতে শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

কলকাতা: রাজ্যের জন্য সুখবর।  দীপাবলীর দিনই ফের শুরু হচ্ছে  বন্ধ থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। কাজ  শুরু হচ্ছে হাওড়া ময়দানের দিক থেকে। কাজ এগোবে পুরনো নকশা অনুযায়ীই। আজ মেট্রো কর্তৃপক্ষকে কাজ শুরুর  কথা  জানিয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থা।  

 ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় ছবছর আগে।   ঠিক ছিল,   হাওড়া ময়দান থেকে  সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে।  কিন্তু কখনও রাজ্য সরকার প্রকল্পের পথ বদলানোর প্রস্তাব দেওয়ায়,  কখনও বা উচ্ছেদ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায়,  মাঝপথে বার বার  থমকে যায় কাজ। শেষ পর্যন্ত জটিলতা কাটিয়ে  হাইকোর্ট নির্দেশ দেয় এবছরের কোনও একটি শুভদিনে ফের প্রকল্পের  কাজ শুরু করতে হবে নির্মানকারী সংস্থাকে। কাজ শুরুর জন্য দীপাবলীর দিনটিকেই  বেছে নিয়েছে ওই সংস্থা।

হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রোর কাজ শেষ করতে সময় লাগবে প্রায় চার বছর। সেই  সময়ে  ব্রেবোর্ন রোডের ট্রাফিক কীভাবে  সামলানো হবে সেনিয়ে  ভাবনাচিন্তা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।

ব্রেবোর্ন রোডে  গাড়ি চলে ১৪ মিটার এলাকা দিয়ে। মেট্রো কর্তৃপক্ষের প্রস্তাব, এর মধ্যে৭ মিটার অর্থাত একটি লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হোক।  

বুধবার পরিবহন কর্তাদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্রেবোর্ন রোড নিয়ে সবুজ সংকেত না মিললেও হাওড়া ময়দান থেকে কাজ শুরু করা হবে নির্দিষ্ট দিনেই ।

 

.