Coal Scam-এ তৎপর ED, Abhishek, Rujira-কে তলব: ANI
তাঁদের ব্যাংকের তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে ANI সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচার কাণ্ডে এবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এমনটাই খবর সংবাদ সংস্থা ANI সূত্রে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করা হয়েছে বলেও সংবাদ সংস্থা ANI সূত্রে খবর।
সংবাদ সংস্থা ANI সূত্রে এও জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৩ সেপ্টেম্বর এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ((Rujira Banerjee)) পয়লা সেপ্টেম্বর তলব করা হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে তাঁদের ব্যাংকের তথ্য। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেন, "বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে এবং তা অব্যহত রেখেছে। আমি শুধু বলব তদন্তের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ সকলকে যে আক্রমণের চেষ্টা চলছে, তা বাংলার জনগন মেনে নেবে না। এ ধরনের আচরণ যে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে নয়, তা প্রমাণিত।"
Enforcement Directorate summons AITC General Secretary Abhishek Banerjee on 3rd Sept and his wife Rujira Banerjee on 1st Sept, along with others with their bank details, over Coal Scam issue.
(File photo) pic.twitter.com/9VrcEJfmGc
— ANI (@ANI) August 28, 2021