কলকাতায় ফের ইভটিজিং, শিকার দুই তরুণী
কলকাতায় ফের ইভটিজিংয়ের শিকার হলেন দুই তরুণী। কসবা-রুবি মোড়ের কাছে দোকানে রুটি কিনতে যাওয়ার সময়, দুই যুবক তাঁদের কটূক্তি করে। দুই তরুণীর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়।
কলকাতায় ফের ইভটিজিংয়ের শিকার হলেন দুই তরুণী। কসবা-রুবি মোড়ের কাছে দোকানে রুটি কিনতে যাওয়ার সময়, দুই যুবক তাঁদের কটূক্তি করে। দুই তরুণীর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়।
শনিবার রাতে ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন এসআরএফটিআইয়ের এক ছাত্রী। সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবী। ট্যাক্সি থেকে নেমে কসবা-রুবি মোড়ের কাছে একটি দোকানে রুটি কিনতে যান তাঁরা। অভিযোগ, সেই সময় দুই যুবক তাঁদের কটূক্তি করে। প্রতিবাদ করলে, যুবকরা শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ জানিয়েছেন দুই তরুণী। ঘটনার পরই কসবা থানায় যান তাঁরা। পুলিস এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। তাদের নাম গুড্ডু পটুয়া এবং অরুণ দাস। পাঁচশো নয় ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।