দল ছাড় দিলেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যঙ্গ আর সমালোচনার কেন্দ্রে সেই তাপস পাল

সাংসদ তাপস পালের জ্বালাময়ী বক্তৃতাকাণ্ডের পর দেশ জুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধুমাত্র ক্ষমা চেয়েই পার পেয়ে গিয়েছেন তিনি। তবুও সোশ্যাল নেটওয়র্কিং সাইট, মূলত ফেসবুক উপচে উঠেছে ব্যঙ্গকবিতায়, ছিছিক্কারে। জনগণ যে-ভাষায় ধিক্কার জানিয়েছেন, তারই কিছু নমুনা দেখুন এবার।

Updated By: Jul 4, 2014, 06:37 PM IST

সাংসদ তাপস পালের জ্বালাময়ী বক্তৃতাকাণ্ডের পর দেশ জুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধুমাত্র ক্ষমা চেয়েই পার পেয়ে গিয়েছেন তিনি। তবুও সোশ্যাল নেটওয়র্কিং সাইট, মূলত ফেসবুক উপচে উঠেছে ব্যঙ্গকবিতায়, ছিছিক্কারে। জনগণ যে-ভাষায় ধিক্কার জানিয়েছেন, তারই কিছু নমুনা দেখুন এবার।

হীরক রাজাও নাকি হার স্বীকার করতেন তরুণ তাপসের এই জ্বালাময়ী ভাষাপ্রয়োগের কাছে। এমনটাই পাওয়া গেল এই ফেসবুক নমুনায়-

কবি মৃদুল দাশগুপ্ত মৃদু-মৃদু হাসলেন। কলমের আঁচড়ে সাংসদ তাপস হয়ে গেলেন নেহাতই পাপোষের ধুলো! এই অণুকবিতাই তার প্রমাণ।

তাপস পালের এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে আমবাঙালির গালাগালির বিশ্বকোষ। কয়েকটি তো প্রায় প্রবাদের আকার নিয়েছে।

দাদার কীর্তি বদলে গেল গাধার কীর্তি-তে! এই সিনেমার পোস্টারে তাপস পাল হয়ে গেলেন পাপোষ পাল!

সুকুমার রায় যদি জন্মাতেন এই যুগে, তাহলে নিশ্চয়ই শব্দের অদলবদল করে ভাল রে ভাল কবিতাটি এভাবেই লিখতেন!

কাজেই, যতই না হোক ফেস লস, তাপস পাল এখন ফেসবুকে হট ফেভারিট। রোজই মিলছে নতুন নতুন জোকস, ফেসবুক, হোয়াট্স্যাপ আর টুইটারে!

.