স্ট্র্যান্ড রোডের নিউ সেক্রেটারিয়ট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
আজ সকালে অফিস টাইমে আটতলায় ভয়াবহ আগুন লাগে
ওয়েব ডেস্ক: ফের অগ্নিকাণ্ড শহরে। অফিসটাইমে আগুন লাগল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সাত তলায়। দমকলের ২৩টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
সকাল ১০:৩০
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সাত তলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের অফিসে হঠাত্ আগুন।
তখন সবে অফিসে আসতে শুরু করেছেন কর্মীরা। তাদের দ্রুত নীচে নামিয়ে আনা হয়। ইতিমধ্যেই পৌছে যায় দমকল। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যান মন্ত্রী জাভেদ খান, সুব্রত মুখোপাধ্যায়। মেয়র শোভন চট্টোপাধ্যায়।
এসে পৌঁছয় দমকলের স্কাই লিফট।
আগুনে পুড়ে গিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বহু ফাইল, কম্পিউটার। ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুত্ দফতরের বেশ কিছু ঘর।
তিন ঘণ্টার চেষ্টায় দমকলের ২৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভলেও, তাড়া করছে আতঙ্ক। কতটা সুরক্ষিত শহরের পুরনো বহুতলগুলি?