Firhad Hakim: সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন: ফিরহাদ

উনি বিজেপিতে নিজের পায়ের তলায় মাটি পাচ্ছেন না। তাই এসব বলছেন। এটাকে বলে খেচো পাবলিসিটি। 

Updated By: Jan 25, 2025, 06:12 PM IST
Firhad Hakim: সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন: ফিরহাদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুকান্ত মজুমদারকে বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের। "সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন।" প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রসঙ্গে সুকান্ত দিবসের বক্তব্য নিয়ে খোঁচা ফিরহাদের।

ফিরহাদ হাকিম বলেন, সুকান্ত মজুমদার নিজেও হয়তো মদ খান তাই মদটা ওনার বেশি প্রিয়। আমরা লক্ষ্মীর পুজো করি। মা-বোনরা আমাদের লক্ষ্মী। ওনারা যে কালচারে বিশ্বাস করেন সেখানে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। আমাদের বাংলায়, বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্রের বাংলায় সেই স্বাধীনতা আছে।  

আরও বলেন, উনি বিজেপিতে নিজের পায়ের তলায় মাটি পাচ্ছেন না। তাই এসব বলছেন। এটাকে বলে খেচো পাবলিসিটি। 

আরও পড়ুন, Partha Chatterjee: খাচ্ছেন না, অবস্থার আরও অবনতি! পার্থকে নিয়ে চিন্তায় মেডিক্যাল টিম...

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.