শেষ হাসি মানুষ হাসবে, আমি না : Firhad-Hakim
এদিন সকালে ববি হাকিম বলেন,' আজ নিরাপত্তার মধ্যে কাউন্টিং হচ্ছে, এখানে সন্ত্রাস আর কী করে করবে! টেনশন নয় উদ্বেগ হচ্ছে'।
নিজস্ব প্রতিবেদন: গণনা কেন্দ্রের বাইরে Zee 24 Ghanta-র সঙ্গে কথা বললেন ববি হাকিম। আর কিছুক্ষমের মধ্যেই শুরু হবে ভোট গণনা। কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? কার হাতে তাদের আগামী পাঁচটা বছর?
এদিন সকালে ববি হাকিম বলেন,' আজ নিরাপত্তার মধ্যে কাউন্টিং হচ্ছে, এখানে সন্ত্রাস আর কী করে করবে! টেনশন নয় উদ্বেগ হচ্ছে'।
আরও পড়ুন: Live : উৎকণ্ঠা চরমে! গণনাকেন্দ্রের থেকে নির্বাচনের ফলাফলের সব খবর
কী মনে হচ্ছে ফলাফল কী হতে পারে? ফিরহাদ হাকিমের কথায়,' আমি ভোট চাইতে কোথাও যাইনি। আমি মানুষের কাছে গিয়েছি, বলেছি ভোট আপনাদের অধিকার। আমার থেকে বেশি কাজের মানুষ যদি কাউকে আপনি মনে করেন তাঁকে ভোট দিন। আমার থেকে বেশি কাজ, বেশি সময় আপনাকে যদি কেউ দেয় তাঁকে ভোট দিন। এখন মানুষ কোথায় ভোট দিয়েছে, একটু পরেই বোঝা যাবে'। তাহলে কি শেষ হাসি আপনি হাসবেন? তিনি বলেন, 'শেষ হাসি মানুষ হাসবে আমি না'।