কুয়াশায় নাজেহাল, দেরিতে চলেছে একাধিক দূরপাল্লার ট্রেন
বড়দিনের থেকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে কুয়াশা। ফলে ঘন কুয়াশায় বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে।
নিজস্ব প্রতিবেদন: বড়দিনের থেকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে কুয়াশা। ফলে ঘন কুয়াশায় বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে।
মঙ্গলবার ভোরের দিকে আবির্ভাব ঘটে ঘন কুয়াশার। ফলে হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটল। দুই শাখাতেই বেশকিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন চলেছে বেশ দেরিতে।
কুয়াশার কারণে ডাউন রাজধানী, যোধপুর, সরাইঘাট, চম্বল এক্সপ্রেস চলেছে ৩-৬ ঘণ্টা দেরিতে। জানা যাচ্ছে অমৃতসর মেল ১৩ ঘণ্টা দেরিতে কলকাতায় পৌঁছাবে। শিয়ালদহ ও হাওড়ায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সুচি বদল করতে হয়েছে। ডাউন ট্রেন অস্বাভাবিক দেরিতে আসার জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-পুলওয়ামায় বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ জইশ জঙ্গি নুর