Behala: চোখের আড়ালে ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা! গ্রেফতার পুরসভার কর্মী...

সন্দীপ প্রামাণিক: বেহালা একটি ক্লাবের কাছে এক চার বছরের কন্যাকে পুরসভার কর্মী যৌন হেনস্তা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। স্থানীয় মানুষজন সেই পুরসভা কর্মীকে ধরে লাইট পোস্টে বেঁধে মাথা ন্যাড়া করে। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিস। 

আরও পড়ুন:  আচমকাই নৈহাটি লোকালে আগুন, তুমুল হইচই, কী হল যাত্রীদের....

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে শিশুকন্যার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিস। জানা গিয়েছে, বাড়ির সামনেই খেলা করছিল ওই শিশুটি। স্থানীয়দের অভিযোগ, আসেপাশে কাউকে দেখতে না পেয়ে শিশুকন্যাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। সেটি নজরে আসে বেশকিছু মানুষের। সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। এবং বেধড়ক মারধর করে তাকে।

গণধোলাইয়ের পাশাপাশি অভিযুক্তের সমস্ত চুল কেটে দেওয়া হয়। পাশাপাশি ল্যাম্পপোস্টে বেঁধে বীভৎস ধোলাই দেওয়া হয় তাঁকে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর পর থানায় পৌঁছয় নির্যাতিতা শিশুটির পরিবার। পুলিসে লিখিত অভিযোগ দায়ের করে তারা।

এই ঘটনার পর ফের শহর কলকাতা ও বাংলার বিভিন্ন প্রান্তে এলাকাগুলিতে ছোট্ট শিশু থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সম্প্রতি আর জি কর ধর্ষণ ও খুন মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। যদিও তারপরেও বহু ধর্ষণ এবং যৌন হেনস্থার খবর বারবার এসেছে আর সেটাই এখন মূল ভয়ের কারণ। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

English Title: 
four years old baby girl physically harassed in Behala by municipality worker
News Source: 
Home Title: 

চোখের আড়ালে ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা! গ্রেফতার পুরসভার কর্মী...

Behala: চোখের আড়ালে ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা! গ্রেফতার পুরসভার কর্মী...
Yes
Is Blog?: 
No