Fraud Call Centre: বীমা করানোর নামে প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার ২০
পুলিস সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের একটি বহুতলের পাঁচ তলায় একটি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বীমা সংস্থার প্রতিনিধি হিসাবে নিজেদের পরিচয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোন করতো প্রতারকরা।
নান্টু হাজরা: আবার সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারের হদিস। বিদেশি নাগরিকদের বীমা করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ২০ জনকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের একটি বহুতলের পাঁচ তলায় একটি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বীমা সংস্থার প্রতিনিধি হিসাবে নিজেদের পরিচয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোন করতো প্রতারকরা।
আরও পড়ুন: Digital Strike: ডিএ আদায়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে, এবার 'ডিজিটাল স্ট্রাইক' সরকারি কর্মচারীদের
সেখানে তাদেরকে বীমা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো বলে পুলিস সূত্রে খবর। এরপরেই বিদেশী নাগরিকদের থেকে বীমা পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিত এই প্রতারকদের দল।
মঙ্গলবার গভীর রাতে সল্টলেক সেক্টর ফাইভের ওই বহুতল বিল্ডিং এর পঞ্চম তলায় হানা দিয়ে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রে মূল পান্ডা সহ কুড়ি জনকে গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। পুলিস সূত্রে খবর ধীরাজ ঠাকুর নামে এক অভিযুক্ত এই ভুয়ো কল সেন্টারটি চালাচ্ছিলেন।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা জমার নির্দেশ আদালতের
ধীরাজের পাশাপাশি আরও বেশ কিছু ব্যক্তি এই কল সেন্টারের সঙ্গে যুক্ত বলে পুলিস সূত্রে খবর। এই ভুয়ো কল সেন্টার থেকে একাধিক কম্পিউটার হার্ডডিস্ক মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিস।
বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস।