Gold Price: আতঙ্ক বাড়বে সোনার দাম শুনলে, জেনে নিন আজকের দর
Gold Price: বিশ্ব বাজারেরও বেড়ে ছলেছে সোনার দাম। অন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম প্রথমবারের মতো ২ হাজার ২৩০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখন সোনা কিনবেন সেটা বড় কথা নয়, দাম শুনলেই চোখ কপালে উঠে যায়। যাদের সোনা কম আছে তাদের এবং যাদের নেই তাদের তো বটেই। বেশ কিছুদিন আগেই নিম্ন মধ্যবিত্তর হাত থেকে বেরিয়ে গিয়েছে সোনা। শনিবার ৩০ মার্চ কলকাতার বাজারে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৪৪০০ টাকা। এবার রয়েছে মেকিং চার্জ। ফলে আতঙ্ক শিরদাঁড়া বেয়ে নামছে মধ্যবিত্তর।
আরও পড়ুন-রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ, লাফিয়ে বাড়ল সোনার পরিমাণও
কলাকাতার বাজারে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোমার দাম পড়ছে ৬৭৭৫০ টাকা। অর্থাত্ প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬৭৭৫ টাকা। এর পাশাপাশি ২৪ ক্যারেটের পাকা সোনার ১০ গ্রামের দাম ৬৭৪০০ টাকা। এই দামের মধ্যে নেই জিএসটি ও টিসিএস। ফলে দাম গিয়ে দাঁড়াবে প্রায় ৭০ হাজারের কাছাকাছি।
এদিকে, বিশ্ব বাজারেরও বেড়ে ছলেছে সোনার দাম। অন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম প্রথমবারের মতো ২ হাজার ২৩০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু। এক আউন্স হল ২৮.৩৪৯৫ গ্রাম। আজ আজকে ডলারের দর ৮৩.৩৮ টাকা। অর্থাত্ এক আউন্স সোনার দাম পড়ছে ১,৮৫,৯৩২ টাকা। সেই হিসেবে ১ গ্রাম সেনার দাম পড়ছে ৬৫৫৮ টাকা।
মার্চে আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত সপ্তাহেই ১ আউন্স সোনার দাম বেড়েছে ৫১.৪৬ ডলার অর্থাত্ ২.২৬ শতাংশ। মার্চ মাসে বেড়েছে ১৮৯.২০ ডলার বা ৯.২৬ শতাংশ।
গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হলেও এখনো দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে এবং স্থানীয় বাজারে সোনার চাহিদা বাড়লে নতুন করে আবার দাম বাড়ানো হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)