পরিকাঠামো ছাড়াই বাধ্যতামূলক হলমার্কিং-এর প্রতিবাদে স্বর্ণব্যবসায়ীরা
সোনায় জালিয়াতি রুখতে হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার। অথচ এরাজ্যে অনুমোদিত হলমার্কিং সেন্টার মাত্র ১০টি। যার সবকটিই রয়েছে কলকাতায়। ফলে প্রত্যন্ত জেলা ও রাজ্যের লক্ষ লক্ষ স্বর্ণব্যবসায়ী আতান্তরে পড়েছেন। পরিকাঠামো ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন রাজ্যের স্বর্ণশিল্পীরা।
সোনায় জালিয়াতি রুখতে হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার। অথচ এরাজ্যে অনুমোদিত হলমার্কিং সেন্টার মাত্র ১০টি। যার সবকটিই রয়েছে কলকাতায়। ফলে প্রত্যন্ত জেলা ও রাজ্যের লক্ষ লক্ষ স্বর্ণব্যবসায়ী আতান্তরে পড়েছেন। পরিকাঠামো ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন রাজ্যের স্বর্ণশিল্পীরা। বৃহস্পতিবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউতে পর্যন্ত এক মিছিলে অংশ নেন প্রায় ২৫ হাজার স্বর্ণশিল্পী। হলমার্কিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার, অন-লাইনে সোনা কেনা-বেচা বন্ধ করা সহ ১৭ দফা দাবিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা দেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি।