রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ চেয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্যপাল
আর্থিক প্যাকেজের দাবিতে এবার কেন্দ্রের দ্বারস্থ হলেন স্বয়ং রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও রাজ্যপাল বৈঠক করেন। আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের বৈঠকে উঠে এসেছে পাহাড় প্রসঙ্গ। বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন, মোর্চার তরফে প্রস্তাব এলে তিনি পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রস্তুত।
আর্থিক প্যাকেজের দাবিতে এবার কেন্দ্রের দ্বারস্থ হলেন স্বয়ং রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও রাজ্যপাল বৈঠক করেন। আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের বৈঠকে উঠে এসেছে পাহাড় প্রসঙ্গ। বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন, মোর্চার তরফে প্রস্তাব এলে তিনি পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রস্তুত।
রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া ও আর্থিক প্যাকেজের দাবি নিয়ে রাজধানীতে রাজ্যপাল এমকে নারায়ণন। বৈঠক করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। বৈঠকে পশ্চিমবঙ্গের অস্থির রাজনৈতির পরিস্থিতি ছাড়াও কেন্দ্র-রাজ্যের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এসেছে অশান্ত পাহাড়ের কথাও। পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল।
তবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই মনে করেন রাজ্যপাল।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে।