কাল থেকে বন্ধ সরকারি হাসপাতালের হেঁশেল

কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সব সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেন হেঁশেল কর্মীরা। কাল কলকাতার সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রোগীরা সকালের খাবার পাবেন। এরপর থেকে শুরু হবে হেঁশেল  কর্মীদের কর্মবিরতি।

Updated By: Aug 22, 2013, 06:47 PM IST

কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সব সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেন হেঁশেল কর্মীরা। কাল কলকাতার সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রোগীরা সকালের খাবার পাবেন। এরপর থেকে শুরু হবে হেঁশেল  কর্মীদের কর্মবিরতি।
কর্মবিরতির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য নিজেরাও অনশনে বসবেন বলে জানিয়েছেন হেঁশেল কর্মীরা। বেতন বৃদ্ধি এবং  সরকারি হাসপাতালের খাবারের মান বাড়ানোর দাবিতে এই কর্মবিরতি। এমনটাই বক্তব্য সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী সংগঠনের।
তবে কর্মবিরতির বাইরে থাকছে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল  কলেজ এবং এমআর বাঙ্গুর হাসপাতাল। কলকাতার বাইরে, রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালে অবশ্য কর্মবিরতি হচ্ছে না। জেলা হাসপাতালগুলিতে শুধুমাত্র অনশন কর্মসূচি নিয়েছেন হেঁশেল কর্মীরা। সরকার নির্ধারিত ন্যূনতম পাঁচ হাজার নশো সাতানব্বই টাকা বেতন তাঁরা পাচ্ছেন না। 
বদলে তাদের দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা বেতন। এমনটাই অভিযোগ হেঁশেল কর্মী সংগঠনের। একই ইস্যুতে গত মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে হেঁশেল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্তে হেঁশেল কর্মীরা অটল  থাকলে  বড়সড় দুর্ভোগে পড়বেন রোগীরা।

.