WB Assembly Session: 'বিধানসভায় রাজ্যপালের ভাষণ LIVE সম্প্রচার', অধ্যক্ষের কাছে দাবি ধনখড়ের

সোমবার থেকে শুরু হচ্ছে অধিবেশন।

Updated By: Mar 6, 2022, 06:51 PM IST
WB Assembly Session: 'বিধানসভায় রাজ্যপালের ভাষণ LIVE সম্প্রচার', অধ্যক্ষের কাছে দাবি ধনখড়ের

নিজস্ব প্রতিবেদন: অধিবেশনের সময় পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বিধানসভায় এবার রাজ্যপালের ভাষণ LIVE সম্প্রচারের দাবি তুললেন জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। রাজভবনে বৈঠক করলেন অধ্যক্ষের সঙ্গে।

আগামিকাল, সোমবার থেকে ফের বসছে বিধানসভার অধিবেশন (WB Assembly Session)। ১১ মার্চ রাজ্য বাজেট। প্রথমে 'মন্ত্রিসভার সুপারিশ' মেনে মধ্যরাতে অধিবেশন ডেকেছিলেন রাজ্যপাল। 'নজিরবিহীন' সিদ্ধান্তে তুমুল বিতর্ক হয়। এরপর বৃহস্পতিবার রাজভবনে যান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। তাঁর সঙ্গে আলোচনার পর অধিবেশনের সময় পরিবর্তনের প্রস্তাবে রাজি হন রাজ্যপাল। ফলে মধ্যরাতে নয়, অধিবেশ শুরু হচ্ছে দুপুরেই। 

আরও পড়ুন: Madhyamik 2022: নকল রুখতে পদক্ষেপ, প্রয়োজনে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত রাজ্যের

এদিন রাজভবনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন? সোমবার বিধানসভায় রীতিমাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। স্পিকারের কাছে সেই ভাষণ LIVE সম্প্রচারের দাবি করেছেন ধনখড়। তাঁর অভিযোগ, 'গতবার রাজ্যপালের ভাষণ LIVE সম্প্রচার করা হয়নি। ব্ল্যাকআউট করা হয়েছিল। এতে রাজ্যপালের সম্মানহানি হয়েছে'। 

 

বিধানসভায় রাজ্যপালের ভাষণ  LIVE সম্প্রচার করা হবে কিনা, সে বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবন বেরোনোর সময়ে  বললেন, 'আমি কোনও মন্তব্য করব না। কাল বিধানসভায় এলেই সব বুঝতে পারবেন। রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে এটুকু বলতে পারি'।

এর আগে, বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে অধ্যক্ষকে নিশানা করেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা 'বিধানসভাকে রাজনৈতিক বক্তব্য পেশে' ব্যবহারের অভিযোগ করেছিলেন অধ্যক্ষও। এমনকী, তাঁর মন্তব্যের সিডিও চেয়ে পাঠিয়েছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.