নথি না পৌঁছনোয় বিচারপতিদের শপথে দেরি, কাঠগড়ায় রাজ্য সরকার

তিন দিনের সরকারি ছুটির কারণে হাইকোর্টের ৭ জন বিচারপতির শপথগ্রহণে ৫ ঘণ্টা দেরি হল। সকালে নির্ধারিত সময়ে বিচারপতিদের শপথ না-হওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লেটার অফ অথরিটিতে মুখ্যমন্ত্রীর সই নেই বলেও জল্পনা ছড়ায়। যদিও আইনমন্ত্রী মলয় ঘটক পরে জানান, মুখ্যমন্ত্রী সঠিক সময়েই সই করেছিলেন। তারপর ছুটি থাকায় তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো যায়নি। সোমবার রাজভবনে যায় সেই চিঠি। বিকেলে শপথ নেন বিচারপতিরা।

Updated By: Apr 9, 2012, 09:20 PM IST

তিন দিনের সরকারি ছুটির কারণে হাইকোর্টের ৭ জন বিচারপতির শপথগ্রহণে ৫ ঘণ্টা দেরি হল। সকালে নির্ধারিত সময়ে বিচারপতিদের শপথ না-হওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লেটার অফ অথরিটিতে মুখ্যমন্ত্রীর সই নেই বলেও জল্পনা ছড়ায়। যদিও আইনমন্ত্রী মলয় ঘটক পরে জানান, মুখ্যমন্ত্রী সঠিক সময়েই সই করেছিলেন। তারপর ছুটি থাকায় তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো যায়নি। সোমবার রাজভবনে যায় সেই চিঠি। বিকেলে শপথ নেন বিচারপতিরা।   
সকাল সাড়ে দশটায় শপথ নেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের ৭ জন বিচারপতির। নির্ধারিত সময়ে শপথ না-হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। জল্পনা ছড়ায়, লেটার অফ অথরিটিতে সই নেই মুখ্যমন্ত্রীর। এরপরেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘটনাটিকে নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন আইনজীবীদের একাংশ। যদিও, পরে মহাকরণে আইনমন্ত্রী মলয় ঘটক জানান, মুখ্যমন্ত্রী ৪ এপ্রিল সই করেছিলেন। বিলম্বের কারণ মাঝের ৩ দিন সরকারি ছুটি।
বিকেলে শপথ নেন ৭ জন বিচারপতি। বিচারপতিদের শপথগ্রহণে ৫ ঘণ্টার বিলম্বে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। ছুটির কথা আগে থেকেই জানত সরকার। আরও আগে কেন চিঠিতে সই করে রাজ্যপালের কাছে পাঠানো হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। 
 

.