শর্তসাপেক্ষে বিজেপিকে বাইক মিছিলের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ
সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও জয়লাভ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকারের আপত্তি টিকল না। কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত বাইক মিছিল করার অনুমতি দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত সংকল্প যাত্রার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেই যাত্রার অনুমতি দেয়নি পুলিস। প্রথমে বিজেপির যুব মোর্চাকে বাইক মিছিল করার অনুমতি দেয়নি পুলিস। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব।বিজেপিকে মিছিল করার অনুমতি দেয় সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশই শর্তসাপেক্ষে বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিজেপির বাইক মিছিলের সঙ্গে হাইকোর্ট নিযুক্ত বিশেষ অফিসার থাকবেন। তাঁদের প্রতিদিন ৩০ হাজার টাকা করে দিতে হবে। খরচ বহন করবেন মামলাকারী। আইনশৃঙ্খলার উপরে নজর রাখবেন অফিসাররা।
BJP Bike Rally Case: Calcutta High Court appoints 2 special officers, who will be paid Rs. 30 thousand each per day, to lead the rally & intervene if any violation of law takes place. The expenses will be borne by the petitioner, BJP Yuva Morcha.
— ANI (@ANI) January 11, 2018
বুধবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে বাইক মিছিলের নির্দেশ দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পুলিস।