কলকাতায় কবে থেকে কীভাবে চলবে মেট্রো, নবান্নে চলছে জরুরি বৈঠক
বৃহস্পতিবার নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছে মেট্রো কর্তৃপক্ষ| আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার সহ বেশ কিছু নির্দেশিকা দিয়েছে কেন্দ্র|
নিজস্ব প্রতিবেদন: নতুন করে স্মার্ট কার্ড নয়, সামাজিক দূরত্ব বজায় রেখে মেট্রো চালাতে একাধিক নতুন ভাবনা নেওয়া হয়েছে । বৃহস্পতিবার নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছে মেট্রো কর্তৃপক্ষ| আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার সহ বেশ কিছু নির্দেশিকা দিয়েছে কেন্দ্র|
উল্লেখ্য, সারা দেশে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হচ্ছে । কলকাতায় কবে এবং কীভাবে মেট্রো চলবে, তা নির্ধারণ করতেই এই বৈঠক । রাজ্যে ৮ না ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে, তা এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে ।
আরও পড়ুন: সারদা-নারদা-রোজভ্যালির তদন্তে শীতঘুম কাটাতে তুমুল ব্যস্ত CBI, ফের বদলি তদন্তকারী অফিসারদের...
করোনা পরিস্থিতির মধ্যে মেট্রো চালিয়ে যাত্রীদের সুরক্ষিত রাখাই কর্তৃপক্ষের নয়া চ্যালেঞ্জ। যা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছে মেট্রো কর্তৃপক্ষ।