বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি, তাই মিছিল করল INTTUC

বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি। এই অভিযোগে কলকাতায় মিছিল করল INTTUC। কর্পোরেশন থেকে শুরু হয় ওই মিছিল। SN ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। গতকাল মিলন মেলায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন চলাকালীন বাইরে বিক্ষোভ দেখান বামেরা। ছিলেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, নেপালদেবের মতো নেতারা।

Updated By: Jan 21, 2017, 06:03 PM IST
বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি, তাই মিছিল করল INTTUC

ওয়েব ডেস্ক: বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি। এই অভিযোগে কলকাতায় মিছিল করল INTTUC। কর্পোরেশন থেকে শুরু হয় ওই মিছিল। SN ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। গতকাল মিলন মেলায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন চলাকালীন বাইরে বিক্ষোভ দেখান বামেরা। ছিলেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, নেপালদেবের মতো নেতারা।

আরও পড়ুন ধৃত ১৩৫ জন সিপিএম নেতাকেই নিঃশর্ত মুক্তি দিল আলিপুর আদালত

ওই বিক্ষোভে বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ ওঠে সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তার প্রতিবাদে এদিন পথে নামে INTTUC। শাসকদলের শ্রমিক সংগঠনের অভিযোগ, দেশবিদেশের শিল্পপতিদের সামনে রাজ্যের ভাবমূর্তিতে কালি লাগিয়েছেন বামেরা। বিদ্যুত্‍মন্ত্রীকে হেনস্থার অভিযোগেও সরব হন তাঁরা।

আরও পড়ুন আক্রান্ত ২৪ ঘণ্টা, মাঝ রাতে অফিসের নীচে হামলা, ভাঙা হয়েছে পাঁচটা গাড়ি

.