মেডিক্যালে নিয়ম ভেঙে জীবনদায়ী ওষুধ তোলা হয়েছিল, রিপোর্ট তদন্ত কমিটির

টসিলিজুমাব ইঞ্জেকশন (Tocilizumab) গায়েব-কাণ্ডে রিপোর্ট জমা দিয়েছে ৩ সদস্যের কমিটি।

Updated By: Jun 6, 2021, 11:52 PM IST
মেডিক্যালে নিয়ম ভেঙে জীবনদায়ী ওষুধ তোলা হয়েছিল, রিপোর্ট তদন্ত কমিটির

নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেডিক্যাল কলেজ থেকে টসিলিজুমাব ইঞ্জেকশন (Tocilizumab) গায়েব-কাণ্ডে রিপোর্ট জমা দিল তদন্ত কমিটি। তাতে বলা হয়েছে, নিয়ম ভেঙেই জীবনদায়ী ওষুধ নেওয়া হয়েছিল। তদন্ত কমিটির সামনে সে কথা স্বীকার করে নিয়েছেন চিকিৎসক দেবাংশী সাহা।
      
টসিলিজুমাব ইঞ্জেকশন (Tocilizumab) গায়েব-কাণ্ডে রিপোর্ট জমা দিয়েছে ৩ সদস্যের কমিটি। সূত্রের খবর, কমিটির রিপোর্টে রয়েছে,কলকাতা মেডিক্যাল কলেজের স্টোর থেকে রিকুইজিশন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবেই সরানো হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা দামের ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন ব্যবহার করতে হলে সিনিয়র মেডিক্যাল অফিসারের অনুমোদনের দরকার। কোন রোগীকে দেওয়া হচ্ছে, তার উল্লেখও থাকতে হয়। কিন্তু সে সব কিছুই মানা হয়নি। তদন্ত কমিটির কাছে নিয়ম ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহা।       

এই ঘটনার তদন্তে প্রথমে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। পরে আর একটি ৩ সদস্যের কমিটি। ওই ৩ সদস্যের কমিটি রিপোর্ট জমা দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে। তা পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনে। 

আরও পড়ুন- মানুষের ভালোবাসা ও ভরসার মর্যাদা দিতে বদ্ধপরিকর, নতুন দায়িত্ব নিয়ে Abhishek-বার্তা
 

 

.