দুষ্কৃতীদের হুমকির জেরে বাতিল যাদবপুর বইমেলা

দুষ্কৃতীদের লাগাতার হুমকি। তার জেরে বাতিল হয়ে গেল আস্ত একটা বইমেলা। শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনটাই ঘটল খাস কলকাতায়। আজ বিকেল তিনটেয় যাদবপুর বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল।

Updated By: Jan 10, 2014, 06:36 PM IST

দুষ্কৃতীদের লাগাতার হুমকি। তার জেরে বাতিল হয়ে গেল আস্ত একটা বইমেলা। শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনটাই ঘটল খাস কলকাতায়। আজ বিকেল তিনটেয় যাদবপুর বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল।

কিন্তু অরুণাচল সংঘের যে মাঠে বইমেলা হওয়ার কথা ছিল, তা এখনও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। পাটুলি থানার পুলিস এলাকা ঘিরে রেখেছে। নির্ধারিত সময়ে বইমেলা উদ্বোধন করতে আসেন কবীর সুমন। সময় থাকতে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরাও। কিন্তু বইমেলা শুরু করা যায়নি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, পুলিসের নির্দেশেই মাঠে তালা লাগিয়েছেন তাঁরা। যদিও একথা মানতে চায়নি পুলিস। এগারো বছর ধরে বইমেলা হয়ে আসছে যাদবপুরের গাঙ্গুলিবাগানে।

এবারই প্রথম বইমেলা না করতে দেওয়ার জন্য উদ্যোক্তাদের হুমকি ও শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। মেলা কর্তৃপক্ষের তরফে পাটুলি থানায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূলের দুই স্থানীয় নেতাও রয়েছেন। উদ্যোক্তাদের অভিযোগ, মেলা করতে দেওয়া হবে না জানিয়ে শুরু থেকেই হুমকি দিয়ে আসছে দুষ্কৃতীরা। বইমেলা হলে তা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তারপর আজ উদ্বোধনের দিনেও তালাবন্ধ পড়ে রইল মেলামাঠ। যেটা আরও আশ্চর্যের, মেলা চালুর উদ্যোগ না নিয়ে, তা আগলে রাখল পুলিস। ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ কবীর সুমন। রাস্তার ধারে প্রতিবাদসভা করেন উদ্যোক্তা এবং আমন্ত্রিতরা।

.