তৃণমূলী সন্ত্রাস? যাদবপুরে জোর খাটিয়ে বন্ধ হল বইমেলা

খাস কলকাতায় জোর খাটিয়ে বইমেলা না করতে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর বইমেলার সাধারণ সম্পাদকের অভিযোগ, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বইমেলা না করার জন্য তাঁদের লাগাতার হুমকি দিচ্ছেন। মেলা কমিটির এক সদস্যকে মারধরের অভিযোগও উঠেছে। বইমেলা কমিটির তরফে পাটুলি থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Updated By: Jan 6, 2014, 09:36 PM IST

খাস কলকাতায় জোর খাটিয়ে বইমেলা না করতে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর বইমেলার সাধারণ সম্পাদকের অভিযোগ, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বইমেলা না করার জন্য তাঁদের লাগাতার হুমকি দিচ্ছেন। মেলা কমিটির এক সদস্যকে মারধরের অভিযোগও উঠেছে। বইমেলা কমিটির তরফে পাটুলি থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পঞ্চায়েত ভোট থেকে পুরভোট, বিভিন্ন ঘটনায় সন্ত্রাস ও দাদাগিরির অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সিন্ডিকেটের দৌরাত্ম্যেও সামনে চলে এসেছে শাসকদলের নাম। কিন্তু এবার আরও তাক লাগানো অভিযোগ। খাস কলকাতায় বইমেলা না করতে দেওয়ার জন্য দাদাগিরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

১১ বছর ধরে বইমেলা হয়ে আসছে যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকায়। এবার দশই জানুয়ারি থেকে ওই মেলা শুরু হওয়ার কথা। কিন্তু হুমকি, শাসানি আর মারধরের ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে বইমেলার ভবিষ্যত। বইমেলা কমিটির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ যাদবপুরে মেলা করতে বাধা দিচ্ছেন। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা পুলক চৌধুরী ও চন্দন মুখার্জির নেতৃত্বে ২৫- ৩০ জনের একটি দুষ্কৃতীদল বইমেলা না করার জন্য হুমকি দিচ্ছে।

রবিবার মেলার পরিকাঠামো নির্মাণের জন্য গাড়িতে করে বাঁশ আনা হয়। কিন্তু সেই বাঁশ গাড়ি থেকে নামাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে মেলা কমিটির সদস্য অজিতাভ সেনগুপ্তকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মেলা কমিটির অভিযোগ, এরপরেও বইমেলা হলে, সেখানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মেলা কমিটির তরফে তৃণমূল নেতা পুলক চৌধুরী ও চন্দন মুখার্জির বিরুদ্ধে পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে, মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিস।

.