আজ বিকেল সাড়ে তিনটেয় আচার্য- রাজ্যপালের সঙ্গে বৈঠক
দীর্ঘ বাহান্ন ঘণ্টা পর আলোচনার পথেই অবস্থান তুলে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা। আজ বিকেল সাড়ে তিনটেয় আচার্য- রাজ্যপালের সঙ্গে বৈঠক। তবে এক সঙ্গে ইসির প্রতিনিধি ও ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক না করলে, বৈঠক ছেড়ে বেড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট সময় জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছাত্রভোট। এই দাবিতে শুক্রবার সন্ধে থেকে উপাচার্য সহ অধ্যাপকদের ঘেরাও করে যাদবপুরের ছাত্রছাত্রীরা। শনিবার রাতে ছাত্রছাত্রীরা জানায়, ঘেরাও উঠছে। তবে দাবি মেটা না পর্যন্ত অবস্থান চলবে। যদিও, উপাচার্য, রেজিস্ট্রার-সহ সকলেই শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে রয়ে যান। এসবের মধ্যেই আচার্য-রাজ্যপালের সঙ্গে সোমবার সাক্ষাতের সম্ভাবনার কথা জানান যাদবপুরের কর্মসমিতিতে রাজ্যপাল মনোনীত সদস্য বিমল রায়।
ওয়েব ডেস্ক: দীর্ঘ বাহান্ন ঘণ্টা পর আলোচনার পথেই অবস্থান তুলে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা। আজ বিকেল সাড়ে তিনটেয় আচার্য- রাজ্যপালের সঙ্গে বৈঠক। তবে এক সঙ্গে ইসির প্রতিনিধি ও ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক না করলে, বৈঠক ছেড়ে বেড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট সময় জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছাত্রভোট। এই দাবিতে শুক্রবার সন্ধে থেকে উপাচার্য সহ অধ্যাপকদের ঘেরাও করে যাদবপুরের ছাত্রছাত্রীরা। শনিবার রাতে ছাত্রছাত্রীরা জানায়, ঘেরাও উঠছে। তবে দাবি মেটা না পর্যন্ত অবস্থান চলবে। যদিও, উপাচার্য, রেজিস্ট্রার-সহ সকলেই শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে রয়ে যান। এসবের মধ্যেই আচার্য-রাজ্যপালের সঙ্গে সোমবার সাক্ষাতের সম্ভাবনার কথা জানান যাদবপুরের কর্মসমিতিতে রাজ্যপাল মনোনীত সদস্য বিমল রায়।
রাজ্যপালের কাছ থেকে কর্মসমিতি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। তবে জানিয়ে দেওয়া হয়, তিনটি ছাত্র সংসদের ছজন ছাত্র প্রতিনিধিই আসতে পারেন বৈঠকে। সাধারণ সভা করে রাজ্যপালের আলোচনার প্রস্তাব মেনে নেয় ছাত্রছাত্রীরা। অবস্থান ওঠে। ছাত্র ভোট নিয়ে শিক্ষা দফতরের নির্দেশেই শিলমোহর নাকি ছাত্রদের দাবি মেনে নেওয়া হবে? আজকের বৈঠকের দিকে তাকিয়েই সব পক্ষ।